মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান রতন বলেছেন, ‘দল আমার ওপর আস্থা রেখে ধানের শীষ প্রতীক দিয়েছে। ধানের শীষ আমার কাছে আমানত। এটা আমার অর্জন। আমি তার মর্যাদা রাখব আপনাদের সঙ্গে নিয়ে।’
মুন্সীগঞ্জ শহরের দক্ষিন ইসলামপুর এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। শুক্রবার( ২৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এ আয়োজনে তার সঙ্গে স্ত্রীসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের উপস্থিতিতে তিনি নির্বাচন ও নির্বাচনে বিজয়ী হওয়ার পর মিশন-ভিশন সম্পর্কে আলোকপাত করেন। পরে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, ‘আমি নির্বাচন আচরণবিধি মেনে প্রচারনা চালাব। আমি কখনই সংঘাতের দিকে যাব না। ধানের শীষ প্রতীক মানুষের সামনে তুলে ধরেই এগিয়ে যাব।’
অনুষ্ঠানে আরও মধ্যে বক্তৃতা দেন- বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের স্ত্রী নুরে জান্নাত, জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ, সহকারি পিপি অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, বিএনপি প্রার্থীল ছেলে আইমান ইবনে জামান, ছেলের বৌ মাহফুজা রহমান, জামাই মাহমুদুল হাসান ইমন, কন্যা লুবাবা ইবনে জামান, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর ফকির, ছাত্রদল নেতা অ্যাডভোকেট আল-আরাফ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জামাল, জুলাইযোদ্ধা রাইসুল ইসলাম, জেলা জুলাই মঞ্চের আহবায়ক রায়হান রাব্বী প্রমুখ।