Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের ভোটার হতে কোনো আইনি বাধা নেই

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৭:১৮ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

‎শুক্রবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি আরো জানান, গুলশানের বাসায় ভোটার হবেন, নাকি নির্বাচন অফিসে ভোটার হবেন এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তিনি জানান, দুদিকের সেফটি, সিকিউরিটির বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন স্টেপ নেবে। এ বিষয়ে যথাসময়ে জানানো হবে।

‎এদিকে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সারাবাংলাকে বলেছেন, ভোটার হতে তারেক রহমান শনিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে আসবেন কি-না তা নিশ্চিত না। তবে তিনি চাইলে ঢাকার যেকোনো স্থান থেকেই দেশের যেকোনো জায়গার ভোটার হতে পারবেন। এবিষয়ে আইনি কোন বাধা নেই।

বিজ্ঞাপন

‎এর আগে, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন তারেক রহমান। বিএনপি আগেই জানিয়েছে, শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হবেন।

‎এর আগে দলটির পক্ষ থেকে তারেক রহমানকে বগুড়া-৬ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

‎ইসি কর্মকর্তারা বলছেন, সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে যে কোনো এলাকার ভোটার হলেই হয়। ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকার সময় সঙ্গত কারণে ভোটার হতে পারেননি তিনি।

‎উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিল করতে হবে ২৯ ডিসেম্বরের মধ্যে। সেজন্য তার আগেই ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর