Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবি’র পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৭:০৮

বিজিবি সদস্যরাদের সামনে জব্দ করা নেশাজাতীয় সিরাপ। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ১৩৯ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো প্লাস সিরাপ ও ফেন্সিডিল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবি সদস্যরা রাত-দিন নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর পর্যন্ত সোনামসজিদ ও বিলভাতিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ২০ থেকে ২৫০ গজ ভেতরে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো প্লাস সিরাপ এবং ৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয় বিজিবি। তবে রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

বিজিবি আরও জানায়, জব্দকৃত নেশাজাতীয় দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিনে এই ব্যাটালিয়নের ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকা থেকে মোট ৭৭২ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর