Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ বছর পর বাবার কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৭:০৫ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৭:১১

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: দীর্ঘ ১৯ বছর পর বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ৪টা ৪২ মিনিটে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে উপস্থিত হয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মাজার প্রাঙ্গণে পৌঁছে তারেক রহমান তার বাবা, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় তারেক রহমান নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। দলীয় সূত্র জানায়, তিনি তার পিতার দেশপ্রেম, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক আদর্শ স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করেন।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগের প্রবাসজীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর