Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনীতিতে সুবাতাস বইছে: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৫০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সুবাতাস বইতে শুরু করেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। মানুষের মধ্যে নতুন করে আশা ও স্বপ্নের জন্ম হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনগণের কল্যাণে তারেক রহমান যে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে রাজধানীর গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে বাবার কবর জিয়ারতের উদ্দেশে রওনা হন। কবর জিয়ারত শেষে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি সাভার এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নজিরবিহীন জনসমাগম ঘটে।

বিজ্ঞাপন

দুমকীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৪

আরো

সম্পর্কিত খবর