ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন, যা সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া এগিয়ে নিয়েছেন। তার মতে, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই গণতন্ত্র পূর্ণতা লাভ করবে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস আরও বলেন, নির্বাচনকে ঘিরে যে অনিশ্চয়তা ও ধোঁয়াশা তৈরি হয়েছিল, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তা অনেকটাই কেটে গেছে। জনগণের মধ্যে এখন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আগের তুলনায় বেশি আত্মবিশ্বাস তৈরি হয়েছে।
এদিকে জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে রাজধানীর গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে বাবার কবর জিয়ারতের উদ্দেশে রওনা হন। এ সময় দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।