Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি ছুটির দ্বিতীয় দিনে পর্যটকে ভরপুর কুয়াকাটা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৮

পর্যটকে ভরপুর কুয়াকাটা সৈকত। ছবি: সারাবাংলা

পটুয়াখালী: টানা তিনদিনের সরকারি ছুটির দ্বিতীয় দিনে পর্যটকে ভরপুর হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে কুয়াকাটায় পর্যটকের এই আগমন ঘটে।

আগত পর্যটকরা সৈকতের বালিয়ারীতে হৈ-হুল্লোড়ে মেতেছেন। অনেকে সমুদ্রে সাঁতার কাটছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। অনেকে ঘোড়ার গাড়িসহ বিভিন্ন বাহনে ভ্রমণ এবং নানা বিনোদনে ব্যস্ত সময় পার করছেন।

বাড়তি পর্যটকদের আগমনে শতভাগ বুকিং রয়েছে কুয়াকাটার হোটেল-মোটেলে। গত কয়েক দিনের তুলনায় দ্বিগুণ বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে। শনিবার পর্যন্ত পর্যটকদের আনাগোনা থাকবো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশসহ থানা পুলিশ ও নৌ-পুলিশের সদস্যরা।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর