Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে ২৪টি বিস্ফোরক ডিভাইস উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৭

উদ্ধার করাবিস্ফোরক ডিভাইসসহ বিজিবি সদস্যরা। ছবি: সারাবাংলা

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৪টি ইলেকট্রিক ডিটনেটর বিস্ফোরক (বিস্ফোরক ডিভাইস) উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার(২৬ ডিসেম্বর) সকালে দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের মাইজহাটি এলাকা থেকে এসব বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে ও নাশকতার উদ্দেশে এসব বিস্ফোরক আমদানি করা হতে পারে। তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত থেকে পলিথিনে মোড়ানো ২৪টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডিটনেটর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিটনেটর ব্যবহার করে উচ্চক্ষমতা সম্পন্ন ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (IED) প্রস্তুত করা সম্ভব।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলাধীন চারাগাঁও সীমান্ত থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর