রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাহেন্দ্র ও ব্যাটারিচালিত অটোর সংঘর্ষে লুৎফর রহমান মন্ডল (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার নারুয়া সড়কের বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লুৎফর রহমান বালিয়াকান্দি সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে। আহতরা হলেন অটোচালক নাদেশ শেখ (৬৫), রুহুল আমিন সরদার (৬০), আব্দুস সালাম শেখ (৫৫)। তাদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নারুয়া ফিরে আসা মাহেন্দ্র ও নিশ্চন্তপুর থেকে পেঁয়াজের চারাসহ চারজন ব্যাটারিচালিত অটোযোগে বালিয়াকান্দি বাজারে আসছিলেন। বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলামের বাড়ির সামনে পৌছালে মাহেন্দ্র ও অটোর সংঘর্ষ হয়। এতে অটো উলটে যায় এবং অটোতে থাকা চারজন রাস্তার পাশে ছিটকে পরে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক লুৎফর রহমানকে মৃত ঘোষণা করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’