নরসিংদী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে নরসিংদী জেলা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করছেন বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সকালে ‘নরসিংদী কমিউটার’ ট্রেন যোগে শতশত নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
এছাড়াও জেলার সকল উপজেলা থেকে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারযোগে প্রায় অর্ধলক্ষাধিক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।