Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ছোট বোনের পর মারা গেলেন বড় বোন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১০:৪৯

আগুনে পুড়ে যাওয়া বিএনপি নেতার বাড়ি ও নিহত সালমা আক্তার স্মৃতি।

লক্ষ্মীপুর: মৃত্যুর কাছে হার মানলেন লক্ষ্মীপুরের আগুনে দগ্ধ সালমা আক্তার স্মৃতি (১৭)। ছয় দিন রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বুধবার (২৪ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বড় মেয়ে। বেলাল নিজেও আগুনে দগ্ধ হয়।

গত ১৯ ডিসেম্বর দিবাগত রাতে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে গভীর রাতে দুর্বৃত্তরা বাহির থেকে তালা লাগিয়ে দেয়। এরপর দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

আগুনের তীব্রতায় ঘর ও আসবাবপত্রের সঙ্গেই পুড়ে ছাই হয়ে যায় বেলালের ছোট মেয়ে আয়েশা। দগ্ধ হন বেলাল হোসেন নিজে এবং তার দুই মেয়ে স্মৃতি ও বিথি।

স্মৃতিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে। আইসিইউতে কয়েক দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি চিরবিদায় নিলেন। মেঝো মেয়ে বিথি ২ শতাংশ দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়া পেলেও হারাল তার দুই বোনকে।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে দগ্ধ হওয়া বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই অপরাধীদের শনাক্ত করতে তৎপরতা শুরু করেছে পুলিশ।

তদন্তের অংশ হিসেবে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে। এর মধ্যে দুটি তালা তালাবদ্ধ (লক) অবস্থায় এবং একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে সেখানে পেট্রোল ঢেলে আগুন লাগানোর কোনো স্পষ্ট আলামত পাওয়া যায়নি।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘অগ্নিকাণ্ডের দিনই ছোট মেয়ে আয়েশার মৃত্যু হয়েছিল। এবার চিকিৎসাধীন অবস্থায় বড় মেয়ে স্মৃতিও মারা গেছেন। নিহতের বাবা থানায় নিয়মিত মামলা করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

সারাবাংলা/এসআর/এনজে
বিজ্ঞাপন

সিলেট পৌঁছেছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ ১০:১৬

আরো

সম্পর্কিত খবর