Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানকে বরণে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১০:০৯

বিমানবন্দরে নেতাকর্মীদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির সিনিয়র নেতারা।

দলীয় সূত্র জানায়, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। এরই মধ্যে পূর্বাচলের ৩০০ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দলে দলে ঢাকায় আসছেন। এ সময় কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারাও সেখানে জড়ো হন।

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছে দলটি। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

তিনি জানান, বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে ৩০০ ফিট সড়কের সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে উপস্থিত নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন তিনি। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে গুলশান-২ নম্বরের বাসভবনে ফিরবেন।

বিমানবন্দরে উপস্থিত বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মইন খানসহ দলটির অন্যান্য জ্যেষ্ঠ নেতা।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে তারেক রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

সিলেট পৌঁছেছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ ১০:১৬

দেশের আকাশসীমায় তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৪

আরো

সম্পর্কিত খবর