Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফেরা’ বিমানে বসে ছোট্টো অনুভূতির প্রকাশ তারেক রহমানের

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৮:৩১

বাংলাদেশে ফেরার পথে বিমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: দীর্ঘ প্রবাসজীবনের ইতি টেনে দেশে ফেরার পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ফেরা’ ক্যাপশন দিয়ে একটি ছবি পোস্ট করেন তিনি।

প্রকাশিত ছবিতে দেখা যায়, বিমানের ভেতরে বসে একটি নথি পড়ছেন তারেক রহমান।

তারেক রহমানের ফেসবুক পোস্ট।

যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা মিছিলের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

বিএনপির নেতারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরা দলীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে তার আগমনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর