Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেজুর গাছের প্রার্থীকে বয়কটের আহ্বান বিএনপি নেতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ২০:৩০

বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা মিজানুর রহমান সবুজ। ছবি: সারাবাংলা

নীলফামারী: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান সবুজ বলেছেন, ‘আপনারা সবাই খেজুর গাছের প্রার্থীকে বয়কট করবেন, খেজুর গাছের প্রার্থীকে রাস্তায় উঠতে দেবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পুনঃবিবেচনা করে ইঞ্জিনিয়ার তুহিনকে নমিনেশন দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ডিমলা উপজেলায় খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে পুনরায় মনোনয়ন দিয়ে ধানের শীষ প্রতীক বরাদ্দের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সবিনয় আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘অনতিবিলম্বে নীলফামারী-১ আসনে ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিনকে নমিনেশন দিয়ে ডোমার ডিমলার মানুষের উন্নয়নের কান্ডারি হিসেবে উপহার দেন। তুহিন ভাইকে নমিনেশন না দেওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাব।’

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলটি ডিমলা উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা স্মৃতি অম্লান চত্বরে এসে সমাবেশে রূপ নেয়। সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের ডিমলা উপজেলা শাখার সাবেক সদস্য সচিব আশিকুল ইসলাম লেমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল ইসলাম রাসেল, গয়াবাড়ি ইউনিয়ন মহিলা দলের সাবেক সভাপতি নাজনিন আক্তারসহ দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত জোট প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির নাম ঘোষণা করা হয়েছে। এতে করে খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে বাদ দেওয়ায় স্থানীয় বিএনপির তৃণমূল পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর