ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র দাখিলের জন্য জামানতের অর্থ ও ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ জমাদানের সুবিধার্থে সকল তফসিলি ব্যাংক খোলা রাখা প্রসঙ্গে।
বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে নাগরিকদের জন্ম নিবন্ধন ও ভোটার তথ্য সংশোধন/সংযোজন ফি পরিশোধে ব্যাংকিং সেবা প্রয়োজন হওয়ায় ওই দিন শাখাগুলো খোলা রাখতে হবে। গ্রাহকরা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা অন্যান্য অনুমোদিত মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতা বলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো।