বগুড়া: বগুড়ায় হঠাৎ উত্তরের হিমেল বাতাস আর কনকনে শীতে জবুথবু জনজীবন। দুই দিন ধরে ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। বুধবার (২৪ ডিসেম্বর) বগুড়ায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৯টায় জেলায় ১২ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এটাই এই চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি।
এছাড়া দিনভর কোথাও সূর্যের দেখা মেলেনি। কুয়াশায় আচ্ছন্ন ছিল দিনের পুরো সময়। ঝিরিঝিরি বৃষ্টির মতন কুয়াশা পড়েছে।
জানা যায়, উত্তরের হিমেল বাতাসে বগুড়ায় কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে কুয়াশায় আচ্ছন্ন ছিল দিনের পুরোটা সময়। কনকনে শীতে জবুথবু হলেও নিম্নআয়ের মানুষজনকে ঘর থেকে বের হতে হচ্ছে। তবে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ খুব একটা বের হচ্ছেন না। কুয়াশার সঙ্গে হিমেল বাতাস দুর্ভোগের মাত্রা আরও তীব্র করেছে। ফলে নিম্ন আয়ের মানুষদের পোহাতে হচ্ছে ভোগান্তি। কুয়াশায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
অন্যদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের ফুটপাতসহ মার্কেটগুলোতে গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে। সব শ্রেণি-পেশার মানুষ প্রয়োজন অনুযায়ী গরম পোশাক কিনছেন।
বগুড়া শহরের রিকশা চালাতে আসা মিলন মিয়া জানান, বগুড়ায় হঠাৎ কুয়াশা আর শীতের তীব্রতা বেড়ে গেছে। সকালে কুয়াশার কারণে সড়কে কিছু দেখা যায় না। এমন অবস্থায় যাত্রী কমে গেছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহিদুজ্জামান সরকার জানান, উত্তরের হিমেল বাতাসে শীত বেড়েছে। বগুড়ায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল ৯টায় জেলায় ১২ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি। সকাল থেকে জেলাজুড়ে ঝিরিঝিরি বৃষ্টির মতো কুয়াশা পড়েছে। তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।