Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাপি ঋণ পরিশোধে মান্নাকে চূড়ান্ত কলব্যাক নোটিশ

স্পেশাল করেসপডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৮:১৪

মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

বগুড়া: বগুড়ায় ৩৮ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধে চূড়ান্ত কলব্যাক নোটিশ দেওয়া হয়েছে আফাকু কোল্ড স্টোরেজের চেয়ারম্যান ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে। মেয়াদ শেষ হলেও ইসলামী ব্যাংকে কোনো টাকা জমা দেয়নি প্রতিষ্ঠানটি।

গত ৩ ডিসেম্বর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বগুড়া শাখার ব্যবস্থাপক স্বাক্ষরিত চুড়ান্ত কলব্যাক নোটিশ দেওয়া হয় মান্নাকে। নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে খেলাপী ঋণের সব টাকা পরিশোধ করতে বলা হয়। কিন্তু সময়সীমা পার হয়ে গেলেও এখন পর্যন্ত টাকা ব্যাংকে জমা দেয়া হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

নোটিশে আরও উল্লেখ করা হয়, লাভজনক প্রতিষ্ঠান হওয়া স্বত্ত্বেও ইচ্ছাকৃতভাবে খেলাপি ঋণ পরিশোধ করা হচ্ছে না। যুক্তরাষ্ট্রে পলাতক আফাকুর ব্যবস্থাপনা পরিচলাক এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরীর স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ঋণ পুনঃতফসিলের অপচেষ্টা চালায়। যা আদালতের নির্দেশে বর্তমানেেএর তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও তোলপাড় সৃষ্টি হয়েছে। পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর প্রতিবেদনে উল্লেখ রয়েছে, আফাকুর ব্যবস্থাপনা পরিচালক গত ১৯ আগস্ট যুক্তরাষ্ট্রে পলাতক। অথচ ব্যাংকে জমা দেওয়া রেজুলেশনে পলাতক অবস্থায় তার উপস্থিতিতে ১ ডিসেম্বর সভা অনুষ্ঠিত দেখানো হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের বগুড়া সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মাহফুজ ইকবাল জানান, আদালতের নির্দেশনা তারা হাতে পেয়েছেন। ইতিমধ্যেই তা অনুমোদনের জন্য প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। সকল কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইসলামী ব্যাংক বড়গোলা শাখার ব্যবস্থাপক সুলতান মাহমুদ জানান, আইনের বাইরে কিছু করার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রে পলাতক আফাকু কোল্ড স্টোরেজের এমডির স্বাক্ষর জালিয়াতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর