Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাদা দলের শিক্ষকদের নিন্দা


১৫ জুলাই ২০১৮ ২৩:১০

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধনে ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল সাদা দলের শিক্ষককরা।

রোববার (১৫ জুলাই) রাতে দলের আহ্বায়ক অধ্যাপক আখতার হোসেন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর আবারও যে হামলা করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সংবাদ মাধ্যমে প্রচারিত সচিত্র প্রতিবেদনে এটাও দেখতে হল যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণও লাঞ্ছনার হাত থেকে রেহায় পাননি। এর চেয়ে জঘণ্য কাজ আর কি হতে পারে? আমরা এসব অমানবিক, বর্বোরোচিত ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

সারাবাংলা/কেকে/এমআই

কোটা সংস্কার

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর