Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়, জনজীবনে বিপর্যয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১০:২৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১২:৫৩

কুয়াশায় আচ্ছন্ন এলাকা।

পঞ্চগড়: উত্তরের জনপদ পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে বেড়েই চলছে শীতের দাপট। টানা চার দিন ধরে হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাসের কারণে বেড়েছে শীত। কনকনে হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৯৯ শতাংশ এবং বাতাসের গতি ঘণ্টায় ১১-১২ কিলোমিটার।

পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, গত চার দিন ধরে তাপমাত্রায় ওঠানামা ছিল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬। একই সঙ্গে সোমবার (২২ ডিসেম্বর) ১২ দশমিক ০, রোববার (২১ ডিসেম্বর) ১২ দশমিক ৪, শনিবার (২০ ডিসেম্বর) ১৪ দশমিক ৩, শুক্রবার (১৯ ডিসেম্বর) ৯ দশমিক ৮, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ৯ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা ছিল।

বিজ্ঞাপন

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘দিনের বেশিরভাগ সময় রৌদ্রজ্জ্বল থাকলেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকে। এর মূল কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি। জলীয় বাষ্পগুলো বায়ুমন্ডলের নির্দিষ্ট স্তরে জমাট বেঁধে বরফে পরিণত হয়। এরপর উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বাতাসের প্রভাবে জমাট বাধা বরফ গলে যায়। তারই ফলশ্রুতিতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাচ্ছন্ন পরিবেশ পরিলক্ষিত হয়। গত কয়েক দিনে জেলার তাপমাত্রা ক্রমেই নিম্নমুখী।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর