চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলায় যুব উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা পরিষদ হলরুমে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মৃত্যঞ্জয় সাহা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালকসহ সমাজসেবা অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদফতর, মহিলা বিষয়ক অধিদফতর, জেলা প্রাণিসম্পদ, মৎস্য ও সমবায় অধিদফতরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রধান ও প্রতিনিধি এবং বিভিন্ন গ্রাম সংগঠনের যুব সদস্যরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা এসডিএফের যুব উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম দেশের সকল অঞ্চলে বাস্তবায়নের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মৃত্যঞ্জয় সাহা বলেন, ‘রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই)’ প্রকল্পটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা এসডিএফ বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি, অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর আয়বর্ধনমূলক কার্যক্রমে সম্পৃক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, টেকসই গ্রামীণ সংগঠন গড়ে তোলা, এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বেকার যুবদের কর্মসংস্থান, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তাসহ বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় আরইএলআই প্রকল্পের আওতায় মোট ৯৩৭ জন বেকার যুবক-যুবতী প্রশিক্ষণ গ্রহণ করেছে। এর মধ্যে ৭৫৩ জনের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। কর্মসংস্থানপ্রাপ্তদের মধ্যে ৩২৮ জন আত্মকর্মসংস্থানে, ৩৫২ জন মজুরিভিত্তিক কর্মসংস্থানে এবং ৭৩ জন বৈদেশিক কর্মসংস্থানে যুক্ত হয়েছেন। এছাড়া জেলার ৪৩ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি ৭২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের সঙ্গে একযোগে এসডিএফের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সার্বিক কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।