চাঁপাইনবাবগঞ্জ: ‘মাদক নয়, হোক জীবনের জয়’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামূল হক, চাঁপাইনবাবগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামূল হক নাহিদ।
এসময় চাঁপাইনবাবগঞ্জ জুডো, কারাতে ও বক্সিং একাডেমির সদস্যবৃন্দসহ কারাতেপ্রেমী দর্শক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এসময় পুরো মাঠজুড়ে কারাতেদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রতিযোগিতা শেষে ছয়টি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১৮ জন প্রতিযোগীর মাঝে পুরস্কার হিসাবে মেডেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও দর্শকদের নিয়ে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। তারা মাদকের বিরুদ্ধে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত রাখার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতি আহ্বান জানান।