Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় এনসিপি নেতাকে গুলি
তন্বীকে প্রধান আসামি করে ৮ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ২০:২৯

তনিমা ওরফে তন্বী। ছবি : সংগৃহীত

খুলনা: খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় মোসা. তনিমা তন্বীকে প্রধান আসামি করে অজ্ঞাত ৮ জনের নামে  হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আহত মোতালেব শিকদারের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা বাদী হয়ে এই মামলা করেন।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মোতালেবকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মোতালেবের স্ত্রী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। তন্বীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এছাড়া তন্বী অসুস্থ বোধ করায় আজ বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর