ময়মনসিংহ: ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ঢাকায় উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার অফিসে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ময়মনসিংহে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদী গানের কর্মসুচি পালন করেছে উদীচী।
অশুভ আর অসুন্দরের উত্থানে চারদিক প্রকম্পিতের প্রতিবাদে উদীচী ময়মনসিংহ শাখার উদ্যোগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাবের সামনে উদীচীর শিল্পীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদী গান পরিবেশন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি ময়মনসিংহ জেলা সভাপতি অ্যাডভোকেট কমরেড এমদাদুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, উদীচীর সাধারণ সম্পাদক যিশুতোষ তালুকদার, সহ-সভাপতি সনৎ কুমার ঘোষ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াছমিন রুনা, সহ-সভাপতি অধ্যাপিকা লীলা রায় ও সাজেদা বেগম সাজু প্রমুখ।