Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, জামালপুরে বিএনপির স্বাগত মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৩

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি নেতারা। ছবি: সারাবাংলা

জামালপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে জামালপুরে স্বাগত মিছিল করেছে বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সদর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ সদর আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আল মাসুদ।

বিজ্ঞাপন

এসময় বিএনপি নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর