Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরের ৬টি আসনে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৭

রংপুর: একসময় ‘লাঙলের ঘাঁটি’ হিসেবে খ্যাত রংপুরে হারানো আসন পুনরুদ্ধারের লক্ষ্যে জাতীয় পার্টি (জাপা) ৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। ইতোমধ্যে রংপুর-৩ আসনে দলীয় চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করেছে জাপা। এর দুই দিন পরই স্থানীয় জনপ্রিয় নেতাদের মনোনয়ন দিয়ে দলটির হাতছাড়া হওয়া দুর্গ পুনর্নির্মাণের চেষ্টায় নেমেছে।

নেতাকর্মীদের দাবি, ৬ আসনে প্রার্থী চূড়ান্ত হওয়ায় দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উজ্জীবন এনেছে। জুলাই বিপ্লবের পর দলটির অস্তিত্ব নিয়ে সংশয় থাকলেও, এখন নেতাকর্মীরা সরব হয়ে উঠে আশাবাদ ব্যক্ত করছেন যে, সুষ্ঠু নির্বাচন হলে হারানো আসন ফিরে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

জাপার কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, দুর্গ উদ্ধারে জনপ্রিয় এবং ত্যাগী নেতাদের প্রাধান্য দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রার্থীদের তালিকা অনুযায়ী রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে লন্ডনপ্রবাসী ব্যারিস্টার মঞ্জুম আলী, রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মণ্ডল, রংপুর-৩ (সদর) আসনে গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের মো শাহ মাহবুবুর রহমান, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে এস এম ফখরুজ্জামান জাহাঙ্গীর এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নুর আলম যাদু।

দলীয় সূত্রে জানা গেছে, এই মনোনয়ন চূড়ান্তকরণের পর নেতাকর্মীরা গণসংযোগ এবং মতবিনিময় শুরু করেছেন।

এ বিষয়ে রংপুর-১ আসনের প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে গঙ্গাচড়ায় স্থানীয় সংসদ সদস্য না থাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। জাতীয় পার্টির চেয়ারম্যান বিষয়টি অনুধাবন করে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি আশাবাদী, এই আসন দলকে উপহার দিতে পারব। গঙ্গাচড়াবাসীর দোয়া চাই।’

জাপার প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি আজমল হোসেন লেবু বলেন, ‘বৃহত্তর রংপুর অঞ্চল বরাবরই জাতীয় পার্টির ঘাঁটি। এখনও সেই ঘাঁটি অক্ষুণ্ন। মনোনয়ন পেয়ে প্রার্থীরা মাঠে কাজ শুরু করেছেন। মাঠের সাড়া ভালো। সবাই ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হারানো আসন ফিরে পাব—আমরা আশাবাদী।’

রংপুরের রাজনৈতিক ইতিহাসে জাতীয় পার্টির ভূমিকা উল্লেখযোগ্য। দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ১৯৮০-৯০ দশকে রংপুরকে ‘লাঙলের ঘাঁটি’ বলে গড়ে তোলা হয়, যেখানে ১৯৮৬ সালের নির্বাচনে দলটি অঞ্চলের অধিকাংশ আসন জিতেছিল। কিন্তু ২০১৪-২০২৪ সময়ে আওয়ামী লীগের সঙ্গে জোটের কারণে অনেক আসন হাতছাড়া হয়, যার ফলে দলের দুই-তৃতীয়াংশ আসন হারিয়ে যায়।

২০১৮ সালের নির্বাচনে জাপা রংপুরে ২টি আসন জিতলেও ২০২৪ সালে মাত্র ১টিতে সীমিত হয়।

জাপার মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, ‘রংপুরে জাপার ঘাঁটি অটুট, নির্বাচনে জয়ী হয়ে উন্নয়নের ধারা ফিরিয়ে আনব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর