Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পীরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৫

পীরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন গ্রেফতার। ছবি: সংগৃহীত

রংপুর: রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বড়বাড়ী এলাকায় এ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার সহিংসতা, হত্যা ও সন্ত্রাসবিরোধী সম্পর্কিত একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান বজায় রাখা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর