পিরোজপুর: দীর্ঘ ১৭ বছর পর দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আহসানুল কবির এবং সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত মেহেদী হাসান সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার (২১ ডিসেম্বর) সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে ২১ জন পরিচালক নির্বাচিত হন।
নির্বাচিত পরিচালকরা হলেন- মো. মেহেদী হাসান, এস এম ছাইদুল ইসলাম কিসমত, মো. হারুন-আর-রশীদ, রতন কুমার ঘড়াই, আহসানুল কবির, এমদাদুল হক মাসুদ, আরিফুল হক, মাহাতাব উদ্দীন রিপন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, গৌরঙ্গ দাস, রাসেল আকন, এ কে এম আক্তারুজ্জামান মাসুম, শেখ রুবেল, আলহাজ্ব রফিকুল ইসলাম, গাজী কামরুজ্জামান শুভ্র, তারেক আহমেদ, মিজানুর রহমান শরীফ, মো. ইব্রাহীম শেখ, মো. সোহাগ ফকির, মো. আনিস রায়হান ও মো. জাহিদুল ইসলাম।
নির্বাচনে মোট ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে শনিবার রাতেই ভোট গণনা সম্পন্ন হয়। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা ফলাফল ঘোষণা করেন। পরবর্তীতে মঙ্গলবার নবনির্বাচিত পরিচালকদের ভোটে শীর্ষ তিনটি পদে নির্বাচন সম্পন্ন হয়।
দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী মহলে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নবনির্বাচিত নেতৃত্ব জেলার ব্যবসা-বাণিজ্যের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।