Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিপু দাসের বাড়িতে ১৭টি মানবাধিকার প্রতিষ্ঠানের নেতারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫০

দিপু দাসের গ্রামে বাড়ি পরিদর্শন করেছে ১৭টি মানবাধিকার সংগঠনের নেতারা। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে শ্রমিক দিপু দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিহতের গ্রামে বাড়ি পরিদর্শন করেছে ১৭টি মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে তারাকান্দার বানিহালা মোকামিয়াকান্দা গ্রামে যান তারা। এসময় নেতৃবৃন্দ দিপুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান প্রশাসনের কাছে।

মানবাধিকার নেতৃবৃন্দ নাগরিক কোয়ালিশনের শহিদুল আলম ও লেখক-নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ বলেন, দেশে যে মব কালচার চলছে তা থেকে বেড়িয়ে আসতে হবে। ইসলাম ধর্ম কখনো মানুষ হত্যাকে সমর্থন করে না। ইসলাম ধর্মের তাৎপর্য সকলকে বুকে ধারণ করতে হবে। কেউ যদি অপরাধ করে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। আইন তার বিচার করবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দিপুকে পিটিয়ে হত্যার পর তার মরদেহে আগুন দেয় উত্তেজিত জনতা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর