Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ২০ নেতাকর্মী

স্পেশাল করেসপডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৯

জামায়াতের এই নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন বিএনপি প্রার্থী মোশারফ হোসেন। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশরাফ হোসেনের জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতের ২০ নেতাকর্মী।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর মহল্লায় আয়োজিত সমাবেশে আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকাতলে আসেন জামায়াতের এই নেতাকর্মীরা। পরে জামায়াতের এই নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন এমিপ প্রার্থী মোশারফ হোসেন।

জানা যায়, জামায়াতের সহযোগী সদস্য জাকির হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা দলত্যাগ করে বিএনপির প্রার্থীর সঙ্গে প্রচারণায় নেমেছেন। তাদেরকে স্বাগত জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি।

বিজ্ঞাপন

যোগদান অনুষ্ঠানে জামায়াতের নেতাকর্মীরা বলেন, ‘ধর্মের দোহাই, মনগড়া প্রতিশ্রুতি বা ধর্মকে পুঁজি করে জনগণের আবেগ নিয়ে খেলার রাজনীতি তারা করতে চান না। বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের ক্লিন ইমেজ ও ব্যাপক জনপ্রিয়তা তাদের এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। তিনি আগেও এমপি ছিলেন। দলমত নির্বিশেষে সবার পাশে থেকেছেন। তার হাতেই গ্রামীণ জনপদের ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন হয়েছে। আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শেও অনুপ্রাণিত হয়েছি।’

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা প্রমুখ।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এমপি প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, ‘বিএনপির বিরুদ্ধে সাইবার বুলিংয়ের পাশাপাশি নানা অপতৎপরতায় লিপ্ত একটি গোষ্ঠী। জনগণের সরলতার সুযোগ নিয়ে তারা ধর্মের দোহাই দিচ্ছে। অনলাইনে তাদের ধর্ম বিক্রির কর্মকাণ্ড চোখে পড়ে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয় গুঞ্জন শুনেই তারা অপতৎপরতায় মেতেছেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সবসময় দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাসী। যারা জামায়াত থেকে পদত্যাগ করে বিএনপির পতাকাতলে এসেছেন তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর