রাজবাড়ী: ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার সদস্য কৃষ্ণ কর্মকারের সঞ্চালনায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার আহবায়ক অশোক সরকার, রাজবাড়ী লক্ষ্ণীকোল হরিসভা মন্দিরের সিনিয়র সহ-সভাপতি শ্যামল পোদ্দার, সুভাষ বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার যুগ্ন আহবায়ক ডা. কমল দাস,সদস্য পরিমল সরকার, অমিত প্রামানিক, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহবায়ক রাজেশ মন্ডল, জিয়া সাইবার ফোর্স রাজবাড়ী জেলা শাখার সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক গোধুলী ঘোষ, সমিতা, তরুন দলের সদর উপজেলা শাখার প্রচার সম্পাদক মাহিন শিকদার প্রমুখ। সমাবেশে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীপু চন্দ্র দাসকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহিত করতে পরে তার লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, কিছু হলেই ধর্ম অবমাননার তকমা দিয়ে দেওয়া হয়, কিছু হলেই রাজনৈতিক প্রতিহিংসার জেরে কাউকে মেরে ফেলা হয়। একটি রাষ্ট্র এভাবে চলতে পারে না। দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, সহিংসতা ও মব সন্ত্রাস আশঙ্কাজনক ভাবে বেড়ে চলেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।