Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবাই থেকে আসা ৪ যাত্রীর থেকে পাকিস্তানি ক্রিম-সিগারেট জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:২৭

দুবাই থেকে আসা ৪ যাত্রীর থেকে পাকিস্তানি ক্রিম-সিগারেট জব্দ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে দুবাই থেকে আসা চার বিমানযাত্রীর কাছ থেকে পাকিস্তানের রঙ ফর্সাকারি আমদানি নিষিদ্ধ ক্রিম ও বেশকিছু বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে এসব পণ্য জব্দ করা হয় বলে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল।

ওই চার যাত্রী হলেন- রেজাউল করিম, মিজানুর রহমান, রিদওয়ানুল হক ও মো. সাওলাউদ্দিন।

ইব্রাহীম খলিল সারাবাংলাকে জানান, দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রামে আসেন চার যাত্রী। তাদের ব্যাগ তল্লাশি করে ৮৬৭ কার্টন সিগারেট ও ৫০ পিস ‘গৌরী’ ক্রিম জব্দ করা হয়। সিগারেট এবং নিষিদ্ধ গৌরী ক্রিম কাস্টম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। চার যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পাকিস্তানে তৈরি রঙ ফর্সাকারি ‘গৌরী’ ক্রিম বাংলাদেশে আমদানি ও ব্যবহার নিষিদ্ধ। মানবশরীরের জন্য ক্ষতিকর মাত্রার রাসায়নিক পদার্থ পাওয়ায় ক্রিমটি আমদানি ও ব্যবহার ২০২০ সালে নিষিদ্ধ করে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। তবে এরপর সরাসরি পাকিস্তান থেকে আমদানি না হলেও সেই ক্রিম দুবাই থেকে বিমানযাত্রীদের মাধ্যমে দেশে আসার পর কয়েকবার বিমানবন্দরে জব্দ হয়েছে।

অন্যদিকে সিগারেট আনা নিষিদ্ধ না হলেও কাস্টমসের ব্যাগেজ রুল অনুযায়ী, একজন যাত্রী শুল্ককর ছাড়া এক কার্টনের বেশি সিগারেট আনতে পারেন না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর