জবি: শহিদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা ও তার আত্মত্যাগের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, ‘শরীফ ওসমান বিন হাদির সংগ্রাম ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়ে গেছেন। হাদি ভাইয়ের সেই সংগ্রামকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা জবিতে ইনকিলাব কালচারাল সেন্টার খোলার উদ্যোগ নিয়েছি।’
দোয়া মাহফিলে ইনকিলাব মঞ্চের সদস্যরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। তাকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে একটি অপারেশন শেষে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। পরে ১৯ ডিসেম্বর রাত সাড়ে ৯ টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।