Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশের জেলা প্রশাসক-পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে ইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১১:১২ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১২:৪৫

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)।

‎মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

‎নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে এই ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্রধান অতিথি এবং নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

‎এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক ব্রিফিংয়ে উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

‎বৈঠক শেষে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হতে পারে বলে জানা গেছে।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো