Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫ ১০:৩৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১০:৪৩

একটি বাস্তুচ্যুত ফিলিস্তিনি শিশু আশ্রয়স্থলের বাইরে দাঁড়িয়ে আছে। ছবি: আল জাজিরা

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় আরও দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) পূর্ব গাজা শহরের শুজাইয়া পাড়ায় ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণে দুইজন নিহত হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা কমপক্ষে ১২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে আটজনের মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

এটি গাজায় ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা।

গাজার সরকারি মিডিয়া অফিস সোমবার ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করে হত্যার’নিন্দা জানিয়েছে। তারা উল্লেখ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৮৭৫ বার লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে অব্যাহত ইসরায়েলি বিমান ও কামান হামলা, ফিলিস্তিনিদের বাড়িঘর ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং বেসামরিক নাগরিকদের ওপর গুলি করার অন্তত ২৬৫টি ঘটনা।

বিজ্ঞাপন

আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১১২ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

ইসির সঙ্গে ৪ উপদেষ্টার বৈঠক আজ ‎
২৩ ডিসেম্বর ২০২৫ ১১:২৭

আরো

সম্পর্কিত খবর