Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে গোদারবাজার পদ্মাপুলকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় চারটি ভলিবল দল অংশগ্রহণ করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক ড. মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার মো, আশিকুজ্জামানসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাবো। মাদক যে একটা ভয়াবহ বিষ, যার মাধ্যমে যুব সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে, সেই মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে যাতে আমরা সোচ্চার হতে পারি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি সেই উদ্দেশ্যেই আমাদের আজকের এই ভলিবল টুর্নামেন্টের আয়োজন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর