Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

স্টাফ করেসপন্ডেট
২২ ডিসেম্বর ২০২৫ ২২:৪১

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

সোমবার (২২ ডিসেম্বর) সরকারি একটি সূত্র বিষয়টি নিশ্চিক করেছে। সূত্র জানায়, নবনিযুক্ত প্রধান বিচারপতি আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করবেন।

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। এর পর নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

ড. সৈয়দ রেফাত আহমেদ অবসর গ্রহণের আগে বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

তার অবসরকে ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল কে হচ্ছেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি? অবশেষে সেই কৌতূহলের অবসান ঘটতে যাচ্ছে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগের মধ্য দিয়ে।

উল্লেখ্য, জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর