Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে বিএনপির উঠান বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ২১:২৯

বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা মাহফুজ উন-নবী ডন। ছবি: সারাবাংলা

রংপুর: বিজয়ের মাসের উৎসবমুখর আবহে এক উঠান বৈঠক হয়ে উঠল নারী সশক্তিকরণের এক অনন্য মিলনমেলা। এখানে বিভিন্ন শ্রেণি-পেশার নারী উদ্যোক্তারা তাদের চ্যালেঞ্জ, স্বপ্ন এবং প্রত্যাশা তুলে ধরেন বিএনপির নেতৃত্বের সামনে।

বাংলাদেশের নারী উদ্যোক্তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকনির্দেশনা পেতে রংপুর মহানগরীর ২৩ নং ওয়ার্ডের জুম্মাপাড়ায় ‘সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থা’ আয়োজন করে এই উঠান বৈঠকের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রংপুর-৩ (সদর) আসনের রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন-নবী ডন।

নারী উদ্যোক্তা সংস্থার সভাপতি নাফিসা আক্তার পলি জানান, এই উঠান বৈঠকের মূল উদ্দেশ্য ছিল নারী উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে তাদের সমস্যা শোনা এবং সমাধানের পথ খোঁজা। সভায় অংশগ্রহণকারী নারীরা তাদের ব্যবসায়িক চ্যালেঞ্জ যেমন অর্থায়নের অভাব, বাজার এক্সেস এবং সামাজিক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন। মাহফুজ উন-নবী ডন তাদের কথা মনোযোগ সহকারে শুনে বিএনপির পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের সহায়তার প্রতিশ্রুতি দেন, যা দলের নারী সশক্তিকরণ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞাপন

মাহফুজ উন-নবী ডন বলেন, ‘বাংলাদেশের নারী উদ্যোক্তারা শুধু নিজেদের স্বাবলম্বী করছেন না, বরং সমাজের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছেন। বিজয়ের মাসে এই বৈঠক একটি অনুপ্রেরণা, যা নারী সশক্তিকরণের নতুন অধ্যায় লিখতে সাহায্য করবে। ভবিষ্যতে আরও এমন সংলাপের মাধ্যমে নারীদের প্রত্যাশা পূরণ হলে, দেশের অর্থনীতি আরও মজবুত হবে।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর