Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ২১:২০

উদ্ধার করা গুলি ও বিদেশি পিস্তল। ছবি: সারাবাংলা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি কবরস্থান থেকে ১৭ রাউন্ড তাজা গুলি ও চারটি ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, রোববার (২১ ডিসেম্বর) মধ্যরাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া বাজারগামী পাকা সড়কের পাশের একটি কবরস্থান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি আলাদা শপিং ব্যাগের ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- একটি ৭.৬৫ এমএম বোরের ও একটি ৯ এমএম বোরের বিদেশি পিস্তল। এছাড়াও দুটি ম্যাগাজিনসহ মোট ১৭ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানকালীন সময়ে থানা এবং জেলসহ বিভিন্ন সংস্থা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে বালিয়াডাঙ্গী থানা এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর