Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরাসহ ছয় জেলার সীমান্তে বিজিবির কড়া নজরদারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ২০:৩০

সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৫৭টি চেকপোস্ট স্থাপন করেছে বিজিবি। ছবি: সারাবাংলা

সাতক্ষীরা: খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গুলি করে আহত করার ঘটনায় সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সন্দেহভাজন অপরাধীরা যেন সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যে সাতক্ষীরাসহ যশোর রিজিয়নের ছয় জেলার সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদার (৪২) দুর্বৃত্তদের গুলিতে আহত হন। তিনি সোনাডাঙ্গা থানার শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা। আহত হওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বাড়ায়।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত আটক এবং সীমান্তপথে পালানোর সম্ভাবনা ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি অতিরিক্ত টহল ও তল্লাশি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

বিজিবি জানায়, যশোর রিজিয়নের আওতাধীন সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় নিচ্ছিদ্র নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় অতিরিক্ত ৮৭টি টহল পরিচালনা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে বিশেষ প্রচারণাও চালানো হচ্ছে বলে জানান সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর