Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ৪৪ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২০:২৫

প্রতীকী ছবি।

রংপুর: ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অভিযানে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা সবাই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সন্ধ্যায় রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযানে রংপুরে ৭ জন, গাইবান্ধায় ২ জন, কুড়িগ্রামে ৮ জন, লালমনিরহাটে ৫ জন, নীলফামারীতে ৬ জন, দিনাজপুরে ৯ জন, ঠাকুরগাঁওয়ে ৫ জন এবং পঞ্চগড় থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— রংপুরের পীরগাছার হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম (৫২), বদরগঞ্জের রাধানগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল মতিন (৫০); গাইবান্ধা পৌর ছাত্রলীগ সদস্য কাঞ্চন মিয়া (৩৪), পলাশবাড়ির উপজেলা যুবলীগ সদস্য জয়নাল আবেদীন জুয়েল (৪৮); কুড়িগ্রাম চিলমারীর রানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত আলী (৬২), নেওয়াশী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এরশাদুল আলম (৮৭); লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম (৩৭), হাতিবান্ধার গোতামারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চন্দ্র বিপ্লব (২৬); নীলফামারী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন (৫৭), জলঢাকার শিমুলবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লাজু ইসলাম (৪৫); দিনাজপুরের পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি খোকন (৪৩), ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ময়নুল ইসলাম (৮০), ফুলবাড়ি পৌর যুবলীগের আব্দুল্লাহ আল নোমান (২৮), পীরগঞ্জের সেনাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল ইসলাম; ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি মোতালেব হোসেন (৫৫); পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুদরত ই খুদা মিলন (৪৫) এবং দেবিগঞ্জ ১০ নম্বর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল মালেক (২৫)। বাকিরাও একই সংগঠনের তৃণমূল পর্যায়ের কর্মী।

রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা বিভিন্ন মামলার আসামি।

পুলিশ জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ গত ১৩ ডিসেম্বর থেকে সারাদেশে চলছে। এর উদ্দেশ্য অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ। সাম্প্রতিক দিনগুলোতে দেশজুড়ে হাজার হাজার গ্রেফতার হয়েছে, যাদের অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য। অভিযান অব্যাহত থাকায় রংপুর বিভাগেও নিয়মিত গ্রেফতার অব্যাহত রয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর