Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭২ হাজার নিবন্ধিত প্রবাসী ভোটারের ঠিকানায় গেল পোস্টাল ব্যালট

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২০:২৫

পোস্টাল ব্যালট নিবন্ধিতদের ঠিকানায় পাঠানোর প্যাকেজিং চলছে। ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট দিতে নিবন্ধিত প্রায় ৭২ হাজার প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এসব তথ্য জানান।

তিনি বলেন, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার এক সপ্তাহ পর প্রবাসীদের পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। তিনি জানান, এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ৮৯২ জন, কানাডা ৯৪৪৩, চীন ৬৮১, ফ্রান্স ৩৩২১, জার্মানি ২১২৬, ইতালি ৫৬৮৬, জাপান ৫৬০০, কুয়েত ১৩১০, মালয়েশিয়া ৬২৪৬, কাতার ২৭৩৭, সৌদি আরব ৭৩৪৩, দক্ষিণ কোরিয়া ৭৬৮১, ইউএই ১১১৬, ইউকে ৫৭৩, ইউএসএ ১৭১৯৮, মোট ৭১হাজার ৯৫৩ জনের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। ধাপে ধাপে নিবন্ধিত সবার কাছে সংসদ ও গণভোটের ব্যালট পেপার পৌঁছে যাবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ডাক অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ জানান, নিবন্ধিতদের ডেটা পাওয়া পর প্রবাসে পাঠানোর ঠিকানা আসনভিত্তিক ফেরত খামের ঠিকানাসহ প্রতিদিন (দিন ও রাতে) গড়ে ৪০-৫০ হাজার প্রিন্ট হচ্ছে। প্রসেসিং সেন্টারে আনার পর নিরাপত্তার সঙ্গে যথাযথ প্রক্রিয়ায় প্যাকেজ করছে একদল দক্ষ লোক।

ডাক ও টেলিযোগাযোগ অধিদফতরের উপ সচিব বিএম মশিউর রহমান জানান, ১৮ ডিসেম্বর থেকে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। আর্মি প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপানো হচ্ছে আর মেইল প্রসেসিং সেন্টারে তা নির্ধারিত পদ্ধতিতে খামে নিবন্ধিতদের ঠিকানায় পাঠানোর প্যাকেজিং চলছে। এরপর বিমানবন্দর থেকে তা ধাপে ধাপে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে।

এদিকে, ইসি কর্মকর্তা জানান, তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় নিবন্ধিতদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করে নির্বাচন কমিশন। নিবন্ধন অ্যাপ উদ্বোধনের পরদিন ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন শুরু হয়, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া দেশের ভেতরে সরকারি চাকরিজীবি, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন চলমান রয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫ লাখ ৭৫ হাজার ৬৮১ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে বাংলাদেশে ৯৪ হাজার ২৭০ জন নিবন্ধন করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর