Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানকে স্বাগত জানিয়ে বগুড়ায় ছাত্রদলের মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট 
২২ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭

বগুড়ায় ছাত্রদলের মিছিল। ছবি: সারাবাংলা

বগুড়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বগুড়ায় স্বাগত মিছিল করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের শহিদ খোকন পার্ক থেকে শুরু হয়ে ইয়াকুবিয়া মোড় দিয়ে সাতমাথায় এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় সমাবেশ।

জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ দেশে ফিরছেন। তার আগমনে নেতাকর্মীসহ দেশের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারেক রহমানকে একটিবার দেখার জন্য দেশের মানুষ অধীর আগ্রহে রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর