Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে নিখোঁজের একদিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৯

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় নিখোঁজের একদিন পর তিস্তা সেচ ক্যানেলের ব্রিজ থেকে মাসুদ রানা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের বানপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশের তথ্যমতে, মাসুদ রানার মা-বাবা মারা যাওয়ার পর তিনি তার দাদির কাছে বড় হয়েছিলেন। কয়েক মাস আগে মাসুদের বিয়ে হয় এবং তিনি তার শ্বশুরবাড়িতে থাকতেন। মাসুদ ঢাকার একটি কোম্পানিতে চাকরি করতেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) ছুটিতে বাড়িতে আসেন। এসে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্য হয় এবং এর পরের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার শশুরবাড়ির লোকজন তাকে খুঁজলেও সন্ধান পায়নি।

বিজ্ঞাপন

সোমবার সকালে স্থানীয়রা তিস্তা সেচ ক্যানেলের ব্রিজের নিচে মাসুদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর