Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭ তারিখ ভোটার হবেন তারেক রহমান

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৮ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৬:৫১

সিইসির সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সারাবাংলা

‎ঢাকা: ‎বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে এসে শনিবারে (২৭ ডিসেম্বর) ভোটার হতে আবেদন করবেন।

‎সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার পর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

‎এ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া।

‎বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে আলোচনা হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, ২৫ তারিখ হচ্ছে বৃহস্পতিবার। আর শুক্রবার ২৬ তারিখ। শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীর এই সময়ে নির্বাচন কমিশনের সব অফিস সব খোলা থাকে, সেইদিনই ভোটার হওয়া বা ভোটার আইডি সংক্রান্ত যা কিছু আছে, তিনি করবেন।

বিজ্ঞাপন

‎আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের, নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশন যেভাবে চাইবেন সেভাবে কর্মকর্তাদের নিয়োগ বদলি সংক্রান্ত এখতিয়ার থাকে। কিন্তু প্রাইমারিলি সবকিছু সরকারের দায়িত্ব। এক্ষেত্রে আমরা নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকুক এই কামনা করি। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় এবার উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবে। আমরা আশাকরি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

২৭ তারিখ ভোটার হবেন তারেক রহমান
২২ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৮

আরো

সম্পর্কিত খবর