Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের গুয়াংজু বন্দরে বিমান বাংলাদেশের টার্মিনাল পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৪:০০

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ঢাকা: চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ২২ জানুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল ফ্লাইট টার্মিনাল-১ এর পরিবর্তে টার্মিনাল-৩ থেকে পরিচালিত হবে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সকল ফ্লাইট টার্মিনাল-১ এর পরিবর্তে টার্মিনাল-৩ থেকে পরিচালিত হবে। এই পরিবর্তন গুয়াংজু বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কার্যকর করা হচ্ছে এবং যাত্রীদের আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে গৃহীত হয়েছে।

বিজ্ঞাপন

যাত্রীদের জন্য নির্দেশনা জানিয়ে বোসরা ইসলাম বলেন, ২২ জানুয়ারির পরে গুয়াংজু থেকে ভ্রমণকারী যাত্রীদের অনুরোধ বিমানবন্দরে পৌঁছানোর আগে আপনার টিকিট এবং বোর্ডিং পাস সতর্কতার সাথে পরীক্ষা করুন। টার্মিনাল-৩ এ যাওয়ার জন্য পর্যাপ্ত সময় রাখুন। কোনো সমস্যা বা প্রশ্নের জন্য বিমানের গ্রাউন্ড স্টাফদের সাথে যোগাযোগ করুন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই পরিবর্তনে যেকোনো অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত বলেও তিনি জানিয়েছেন।

এ ছাড়া কোনো প্রয়োজনে বিমান বাংলাদেশের কল সেন্টার ঢাকা-১৩৬৩৬ এবং গুয়াংজু অফিস: +৮৬১৯৮৬৮৬৫৩০২৪ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর