Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের দিন যত এগিয়ে আসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি তত ভালো হবে: সিইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৯

ছবি: সারাবাংলা

ঢাকা: ‎মানুষের ভয় কেটে যাবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের দিন যত এগিয়ে আসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে।

‎সোমবার (২২ ডিসেম্বর) দুপুর তেজগাঁওয়ের বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

‎এসময় ভোটের পরিবেশ আছে কিনা, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা, রাজনৈতিকদলসহ দেশের সকলেই ভোট চায়। সবাই দেশের মঙ্গল চায়। ভোটের দিন যত এগিয়ে আসবে ভয় কেটে যাবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।’

‎সিইসি আরো বলেন, ‘আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী ভাই-বোনদের ভোটের ব্যবস্থা করছি। আবার ভোটের কাজে যারা নিয়োজিত তাদের ভোটের ব্যবস্থা করছি। কয়েদিদের ভোটের ব্যবস্থা করেছি। ৫৪ বছরে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে। এবং পোস্টাল ব্যালটের নিরাপত্তা রক্ষা করা হচ্ছে।’

‎তিনি আরও বলেন, ‘আমাদের পোস্টাল ব্যালট মডেল বিশ্বের মডেল হয়ে থাকবে। কিছু ভুল-ত্রুটি থাকবে। প্রথমবার পোস্টাল ব্যালট নিয়ে আমরা সন্তুষ্ট। আগামী দিনে আরও বাড়বে এতে আমরা আরও সন্তুষ্ট হব।’

‎তিনি আরো বলেন, ‘আমাদের পোস্টাল ব্যালটে অনেক ধরণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। যখন যা চ্যালেঞ্জ এসেছে আমরা তা মোকাবিলা করেছি। ভোট উৎসব হবে ইনশাল্লাহ। আজকের এ অনুষ্ঠানও ভোট উৎসবের অংশ।’


বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি
২২ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৫

আরো

সম্পর্কিত খবর