ঢাকা: দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছে দলটি। এ উপলক্ষে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কে বিশাল মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে।
দলীয় সূত্র জানায়, রোববার (২১ ডিসেম্বর) দুপুর থেকে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশ জুড়ে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। প্রায় ৩০০ ফিট এলাকাজুড়ে নির্মিতব্য এই মঞ্চ দ্রুত শেষ করতে দিন-রাত কাজ করছেন সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।
বিএনপি নেতারা জানান, আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর বনানী-কাকলী হয়ে ৩০০ ফিট এলাকায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন।

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের লিখিত অনুমতি পেয়েছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সই করা অনুমতিপত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে পাঠানো হয়েছে।
বিএনপি নেতারা আরও বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। এই সংবর্ধনা অনুষ্ঠান বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।