ঢাকা: ঘন কুয়াশা ও শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়— ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (২২ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে ঢাকায় সকাল থেকেই হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। আবহাওয়া অফিস জানায়, ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। রোববারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (২৪ ডিসেম্বর) দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ২৫ ও ২৬ ডিসেম্বরও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
তীব্র শীত ও কুয়াশার কারণে চুয়াডাঙ্গাসহ শীতপ্রবণ অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে ভোরের দিকে যান চলাচলে সমস্যা দেখা দিচ্ছে এবং খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।