Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ইসির বৈঠক ২৩ ডিসেম্বর

‎স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১১:৫৫ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৩:৪০

নির্বাচন কমিশন (ইসি) ভবন। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী বুধবার (২৪ ডিসেম্বর) দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠক করার কথা ছিল নির্বাচন কমিশনের (ইসি)। সেটি একদিন এগিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) করা হয়েছে।

‎সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

‎ওই চিঠিতে বলা হয়েছে, আসন্ন নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে অনুষ্ঠেয় নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক ব্রিফিং আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার পরিবর্তে আগামী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম (বেইজমেন্ট-২), অনুষ্ঠিত হবে।

‎চিঠিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিত্বে উক্ত ব্রিফিং এ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার প্রধান অতিথি এবং মাননীয় নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক ব্রিফিং এ উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর