Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযান, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ২৩:৪১

অস্ত্র উদ্ধার। ছবি: সংগৃহীত

কুমিল্লা: কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ উল্লেখযোগ্য পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) ভোরে কুমিল্লা স্টেডিয়াম সংলগ্ন স্টেডিয়াম মার্কেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং মাদক নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহযোগিতায় নিয়মিতভাবে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানকালে স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে ১টি শটগান, ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড শটগান কার্তুজ এবং ২০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বর্তমানে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন সদরে নিরাপদ হেফাজতে সংরক্ষণ করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসী তৎপরতা নির্মূলে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর